আল্লাহ পাকের অশেষ শোকরিয়া আদায় করেছেন জোবায়ের। আমি গত ১৩ই মে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রথমে গাইবান্ধা সদর হাস্পাতালে ভর্তি হই। সেখান থেকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ঢাকা হার্ট ফাউন্ডেশনের ডাক্তার প্রফেসর হাবিবুর রহমানের পরামর্শে এনজিওগ্রামের সিদ্ধান্ত হয় এবং তিনটি ব্লক ধরা পড়ে। স্কয়ার হাস্পাতালের ডাক্তার প্রশান্ত কুমার স্যারের নিকট ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন। সেই অনুযায়ী গত ১৫ মে স্কয়ার হাস্পাতালের জরুরি বিভাগে ভর্তি হন। গত ২৪ মে তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। গত ২৭ মে বিকাল থেকে স্কয়ার হাস্পাতালের ১০১৭ (ই) নম্বর কেবিনে অবস্থান করছেন। এখন সুস্থতা অনুভব করেছেন। বিশেষভাবে দোয়া করার জন্য দেশবাসী সকলের নিকট কৃতজ্ঞতা জানান।
গ্রাম-গঞ্জ-শহর
জোবায়ের আলীর আরোগ্য লাভে শুকরিয়া
আল্লাহ পাকের অশেষ শোকরিয়া আদায় করেছেন জোবায়ের।