হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীতে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস ও হালদা নৌ পুলিশ।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) ভোর রাত থেকে সকাল ১১টা পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে রামদাশ মুন্সিরহাট থেকে মোহড়া পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে হালদা নৌ পুলিশ ক্যাম্পের এএসআই মো. রমজান আলী ও তার সহকারী ফোর্স অংশ নেন। এ সময় ৮ হাজার মিটার দৈর্ঘ্যের ৫টি চরগেরা জাল ও ২৫টি বড়শি জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

অভিযানের খবর পেয়ে অবৈধ মাছ শিকারকারীরা সটকে পড়ে। অভিযানের সময় হালদা পাহারাদার মো. আলমগীর ও উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, “হালদা নদীর মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।”