আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : আশাশুনিতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রতিপক্ষকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামের আফাজ উদ্দিন সানা।

লিখিত বক্তব্যে তিনি জানান,দক্ষিণ একসরা মৌজায় মৃত রজব আলী মোল্লার ছেলে আমজেদ হোসেন মোল্যার বসত ভিটার জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যা নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আমজাদ হোসেন মোল্যার দুই ছেলে আল আমিন ও আল মামুন ঢাকার আইনজীবির সহকারী হিসেবে কাজ করে। তাই অবৈধ উপায়ে আমাদেরকে ফাঁসাতে বিগত সরকার পতন আন্দোলনের একটি ঘটনায় ঢাকার চীফ জুডিশিয়াল আদালতে সি,আর ৩৪৬/২০২৫ নং মামলায় হয়রানিমূলক ভাবে আফাজ উদ্দীন (২২০)সানা, শাহাজদ্দীন সানা ওরফে শাহাবুদ্দীন সানা (২২১), মেরিনা খাতুন (১৭৯), মোঃ আব্দুল আহাদ (সবুজ) (১৭৮) আসামি ভুক্ত করে। এরপর তারা ওই মামলা থেকে খালাস করিয়ে দিতে মোটা অংকের টাকা ও ভিটা বাড়ির জমি লিখে দেওয়ার শর্ত দেয়। আমরা রাজি না হওয়ায় তারা আমাদের মিথ্যা মামলায় সাজা দিতে উঠেপড়ে লেগেছে। আমজেদ হোসেন মোল্যার পুত্রবধূ(আল আমিন এর স্ত্রী)মেরিনা খাতুন জানান,আমাদের মধ্যে পারিবারিক সমস্যায় আর আমিন আমাকে আমার পিত্রালয়ে রাখে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও আমার কোন ভরন পোষন না দিয়ে স্বামী ও শ্বশুর আমার দ্বারা তালাক নিতে চাপ সৃষ্টি করে। আমি রাজী না হওয়ায় আমাকে জব্দ করার জন্য ৫০০ কিঃ মিঃ দূরে অবস্থান করা স্বত্ত্বেও ঢাকার উক্ত মামলায় আমাকে ও আমার মামা মোঃ আব্দুল আহাদ (সবুজ)কে মিথ্যা আসামী করে হয়রানী করে যাচ্ছে। এ ঘটনা উল্লেখ করে গত ২৭/০৯/২০২৫ তারিখে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। গ্রামের সহজ-সরল মানুষের বিরুদ্ধে ঢাকায় করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী পরিবারটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহাজুদ্দীন সানা, মেরিনা খাতুন ও আব্দুল আহাদ সবুজ।

শালিসী বৈঠকে হামলার অভিযোগ : আশাশুনি উপজেলার খাজরায় রেকর্ডীয় জমি জবর দখলকারীদের বিরুদ্ধে অভিযোগের শালিস অনুষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। খাজরা ইউনিয়নের রাউতাড়া গ্রামের মৃত ইছাহক মোড়লের ছেলে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান মোড়ল জানান, রাউতাড়া মৌজায় এসএ ১৩ ও ১৪ নং খতিযানে, বিআরএস ১৩৭৮ খতিয়ানে, এসএ ১৭৪, ৯৪, ৯৭, ৯৮, ১৪৮, ১৪২ ও বিআরএস ৫৯৬, ৫৯৭, ২৬৮, ৩০৭, ৩৯৩, ৩৯৪, ৩৯৫ ও ৩৯৬ দাগে মোট ১২.১২ একর জমির মূল ডিগ্রী মালিক মোবারক আলী মোড়ল ৪৩৬৩ নং (তাং ২৪-৫-৮২) বন্টন নামা মূলে ৭ ভাই সমান অংশে ভাগবাটোয়ারা করে নেন। ৭ ভাইয়ের একজন মৃত ইছাহক আলী মোড়ল এর ওয়ারেশগন ওয়ার্ড বিএনপি সভাপতি আঃ মান্নান মোড়ল দিং ১৩৭৮ নং ডিপি রেকর্ডীয় মালিক হওয়া সত্বেও তাদের জমি স্থানীয় কৃষক লীগ ইউনিয়ন সভাপতি রবিউল ইসলামের নের্তৃত্বে তার সহোদর ভাইয়েরা জমি জবর দখলের ষড়যন্ত্র করে আসছিল। এরই অংশ হিসাবে গত ২৮ অক্টোবর লাঠিয়াল দলবল নিয়ে বাদীর ১.৭৩ একর জমিসহ উক্ত ডিপির খরিদাসূত্রে প্রাপ্ত অন্যান্য রেকর্ডীয় মালিকের জমিতে জবর দখল নিয়ে চাষাবাদ করতে থাকে। আইনের প্রতি শ্রদ্ধাশীল আঃ মান্নান দিং বাদী হয়ে রাউতাড়ার মৃত আনছুর শাহ্’র ছেলে মইনুর রহমান মন্টু,মৃত সামছুদ্দীন সরদারের ছেল আলী বক্স সরদার, গজুয়াকাটির মৃত রথিকান্ত সরকারের ছেলে বাল্লক সরকার,সলিমুদ্দীন সরদারের ছেলে রফিকুল সরদার, ফটিকখালীর লোকমান সরদারের ছেলে মোস্তফা সরদারকে বিবাদী করে খাজরা ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু ২ নভেম্বর উভয় পক্ষকে নিয়ে শালিস করছিলেন। এক পর্যায়ে শালিস চলাকালে বিবাদী পক্ষ বাদীদের উপর চড়াও এবং জীবন নাশের হুমকী দেয়। বাদী আঃ মান্নান আরও জানান, জমি আমাদের নামে রেকর্ড (নং ১৩৭৮) ও খাজনাদি পরিশোধ করা। তাদের রেকর্ড না থাকা ও আদালতে দেং ৫৪/২৩ মামলা চলমান থাকার পরও বেআইনী ভাবে জবর দখল ও জীবন নাশের হুমকী দিয়ে যাচ্ছে। এব্যাপারে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু জানান,শালিস চলাকালে মুক বলাবলি ও অশান্ত পরিবেশ সৃষ্টি হলে সালিস স্থগিত করা হয় এবং আদালতের শরনাপন্ন হতে বলা হয়।