দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : দলবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে মো. রবিউল শিকদার নামের সাবেক এক ছাত্রদল নেতার সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বিএনপি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৭টায় দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। অব্যাহতিপ্রাপ্ত মো. রবিউল শিকদার দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। উপজেলা বিএনপির নোটিশে উল্লেখ করা হয়েছে, রবিউল শিকদার দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়। তিনি ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে বিএনপির রাজনীতির আড়ালে জামায়াতে ইসলামীর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এছাড়া, গত সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির একটি মিলাদ মাহফিলে বহিষ্কৃত আলাউদ্দিন চেয়ারম্যান এর উপস্থিতির বিরোধিতা করায় তার নেতৃত্বে বিশৃঙ্খলা সৃষ্টির গুরুতর অভিযোগও আনা হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
সাবেক ছাত্রদল নেতাকে বহিষ্কার করল বিএনপি
দলবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে মো. রবিউল শিকদার নামের সাবেক এক ছাত্রদল নেতার সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বিএনপি।