নোয়াখালীর জেলা কর্মপরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার আমীর মাওলানা মোঃ ইউসুফ এর পিতা মরহুম বদিউল আলম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার রাতে বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তারঁ বয়স ছিলো ৯৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে যান। সোমবার (৫ জানুয়ারি) বাদ যোহর জানাযা শেষে তার নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন নোয়াখালী জেলা জামায়াতে আমীর জনাব ইসহাক খন্দকার, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, জেলা সেক্রেটারী মাওলানা মোঃ বোরহান উদ্দিন, শহর শাখা সেক্রেটারী মাওলানা মোঃ মায়াজ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বদিউল আলম ছিলেন একজন সজ্জন, আল্লাহভীরু ও নৈতিকতাসম্পন্ন ব্যক্তি। পারিবারিক জীবনে তিনি ছিলেন স্নেহশীল অভিভাবক এবং সমাজে একজন শ্রদ্ধাভাজন মুরব্বি। তাঁর জীবনাচরণ ও মূল্যবোধ পরিবার ও আশপাশের মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহ তা’আলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।