ঢাকা-আরিচা মহাসড়ক বিভক্তকারী অপরিকল্পিত রোড ডিভাইডারের নকঁশা পরিবর্তন করে মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্ত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে জয়রা, মানরা, নারাংগাই, উচুটিয়া, সেওতা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক’শো মানুষ এতে অংশ নেয়।
অতীতে বিশেষ গোষ্ঠির সার্থে শহর কে ডিভাইডার দিয়ে ভাগ করার ফলে যানবাহন ও মানুষের দৈনন্দিন জীবনে চলাচলের কষ্টের কথা উল্লেখ করে অতিদ্রুত গোলচত্বর ও একটি ফ্লাইওভার নির্মাণ করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার ও রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা জামায়াত নেতা অধ্যাপক আবদুল মজিদ, মোঃ আবদুল হক, সিটি পলিঃ ইনঃ অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ইসহাক, জেলা শ্রমিক দল নেতা বাবুল হোসেন, ব্যাবসায়ী মনিরুজ্জামান খান সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্কুল, মাদরাসা, কলেজের প্রতিনিধি ও ব্যবসায়ীগণ।