তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. আঃ সামাদ বলেছেন, জামায়াতে ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে। চাঁদাবাজ, পেশিশক্তি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায় জামায়াত ইসলামী। শনিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ফাজিল মাদরাসায় মহিলা জামায়াতের সমাবেশে উপজেলা আমীর খম সাকলাইন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় ড.আঃ সামাদ এ মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াতের জনপ্রিয়তা দেখে কেউ কেউ অপপ্রচার শুরু করেছে। এ ব্যাপারে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাককে হবে। তিনি আরোও বলেন, রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করেই আমাদেরকে কুরআনের আইন চালু করার চেষ্টা করতে হবে। আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশে থাকবে না কোনো অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন। আমরা সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করার আহবান জানান।
অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা আঃ সালাম,। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোখতার হোসেন, তারা বলেন আমাদেরকে সর্বপ্রথম কুরআনের জ্ঞান বাড়াতে হবে। আল্লাহর নৈকট্য ও ভালবাসা অর্জন করার জন্য ফরজ-ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত ও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর হক আদায় করতে হবে। কর্মী ও দায়িত্বশীলদের মধ্যে আন্তরিক ভালবাসা বৃদ্ধি করতে হবে। জামায়াতের ওয়ার্ড ও ইউনিটসহ সকল পর্যার দায়িত্বশীলদের উদ্যোগী ভূমিকা পালন করতে হবে এবং সে ভূমিকা পালনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জনশক্তিকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করাতে পারবো ইনশাআল্লা। উক্ত মহিলা সমাবেশে দ্বিতীয় পর্যায়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি সুলতানা ইয়াসমিন জেবা জেলা নেতৃ জাহানারা তাড়াশ উপজেলা সভাপতি আমিনা খাতুন সেক্রেটারি রহিমা,খাতুন,আসমা খাতুন, আজেদা খাতুন প্রমুখ। মহিলা সমাবেশে ৮ওয়ার্ড ও পৌর সভার ৪ শতাধিক মহিলা নেতা কর্মী উপস্থিত ছিলেন।