জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে (সদর ও মহানগর) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। ইতিহাস সাক্ষী যুগে যুগে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠায় নারীদের অবদান ছিলো অপরিসীম।
তিনি গত বুধবার সন্ধ্যায় নগরীর ২৬নং ওয়ার্ডের দক্ষিণ সুরমা কদতমলী এলাকায় সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ২৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এসএম মুসা আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সোবহানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ২৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমদ, ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি আব্দুল আহাদ রুহেল, কদমতলী ইউনিট সভাপতি আকরাম হোসেন, বিশিষ্ট সমাজসেবী সেলিম আহমদ ও মালেক আহমদ প্রমূখ।
প্রধান অতিথি আরও বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলা হয় আমরা নারী বিদ্বেষী। অথচ আমার নিজের প্রতিষ্ঠানসহ জামায়াত নেতৃবৃন্দের প্রতিষ্ঠানে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন। বরং আমাদের প্রতিষ্ঠানে নারীরা নিরাপত্তার সহিত কাজ করছেন। আমরা নারীদের ইসলাম প্রদত্ত সকল মর্যাদা নিশ্চিত করতে চাই। আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে নারীসমাজকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সকলের জন্য নিরাপদ ও বাসযোগ্য মানবিক বাংলাদেশ গঠন করতে পারবো।
সমাবেশ মহিলা জামায়াতের থানা, ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।