রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদের সাহিত্য আসর ও লেখক-সাহিত্যিকদের সম্মানে ইফতার আয়োজন করা হয় গত শুক্রবার।

তালাইমারী পরিচয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করে পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও ইতিহাস গবেষক সরদার আবদুর রহমান, প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহদী, পরিচয়ের সহ-সভাপতি ড. আবু নোমান, কথাসাহিত্যিক মাতিউর রাহমান, কথাসাহিত্যিক আসাদুজ্জামান জুয়েল, নাট্য নির্মাতা নাসির উদ্দিন নবাব প্রমুখ। কবিতা পাঠ করেন কবি এরফান আলী এনাফ্, সরদার মুক্তার আলী, কবি অভী মন্ডল প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরিচয় সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক ড. সায়ীদ ওয়াকিল। আলোচকগণ জুলাই বিপ্লবকে লেখালেখির উপজীব্য হিসেবে অগ্রাধিকার দেয়া এবং মানসম্পন্ন সাহিত্য তৈরির বিষয়ে আলোচনা করেন।