গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব গরম গাল গ্রামে যুবদল কর্মী মুহাম্মদ বেলাল পেদা (২৬) নামের এক যুবককে নিজ ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আওয়ামী নেতাকর্মীরা।

জানা যায়, গত শুক্রবার রাত ১০টার দিকে যুবদল কর্মী ইট-বালু ব্যবসায়ী মোহাম্মদ বেলাল পেদা বাড়িতে আসলে আওয়ামী লীগ নেতা লতিফ খানের নেতৃত্বে ৭-৮ জন আওয়ামী লীগ সমর্থক বেলাল পেদাকে বাড়ি থেকে তুলে নিয়ে বাড়ির পাশে পাকা রাস্তার উপর পিটিয়ে ও কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। বেলালকে তার স্বজনরা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়,বেলালের অবস্থা জনক বলে কর্তব্যরত ডাক্তার জানান।

আহত বেলালের বোন সাবিনা আক্তার নুপুর জানান,হামলাকারী আওয়ামী লীগ সমর্থক রফিকুল ইসলাম খান, বাদশা ও আব্দুল লতিফ খানের অত্যাচারে ১৬ বছর আমার ভাইয়েরা এলাকায় থাকতে পারে নাই এখনো তারা দাপট দেখাচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল লতিফ খান, অভিযোগ অস্বীকার করে বলেন আমি অসুস্থ বিছানায় ছিলাম, শুনেছি বেলাল তার চাচাতো ভাইয়ের বাড়িতে একটি নারী ঘটিত অপরাধে ধরা পড়ায় তার চাচাতো ভাই ও আমার দুই ছেলে তাকে মারধর করেছে।

এ ব্যাপারে বেলালের ভাই মোঃ কামরুল হাসান বাদি হয়ে, শনিবার দুপুরে গৌরনদী মডেল থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। থানার ওসি মোহাম্মদ তারিক হাসান রাসেল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।