ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না করেই ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক সাব-রেজিস্ট্রি অফিস নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের প্রভাব ও ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
ঝিনাইদহে এক সংবাদ সম্মেলনেএই অভিযোগ তোলেন উপজেলার ফরাশপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি জানান, কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে তাদের ১২৪ শতক জমি রয়েছে, যার মালিক ১৭ জন ওয়ারিশ। দীর্ঘদিন ধরে তারা সেই জমি ভোগদখল করে আসছেন।
নজরুল ইসলাম জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রেজিস্ট্রি অফিস নির্মাণের জন্য গোপনে ২৪ শতক জমি অধিগ্রহণ দেখানো হয়। মালিকদের কোনো প্রকার অবগত না করেই অধিগ্রহণ করা হয় এবং পরবর্তীতে টাকা গ্রহণের জন্য চাপ প্রয়োগ করা হয়। তারা বিষয়টি জানতে চাইলে তৎকালীন জেলা প্রশাসক কোনো সন্তোষজনক উত্তর না দিয়ে শুধু টাকা নিতে বলেন।
নজরুল ইসলাম আরও অভিযোগ করেন, ২৪ শতক দেখিয়ে ৩৩ শতক জমি দখল করে নেয়া হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক। এছাড়া গত ৫ আগস্টের পর থেকে সংশ্লিষ্ট ভবনের কার্যক্রম বন্ধ ছিল বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা গেজেট প্রকাশের আগ পর্যন্ত জমির ওপর কোনো সরকারি স্থাপনা ব্যবহার না করার দাবি জানান এবং আইনের প্রতি সম্মান রেখে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।