সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, আগামীর তরুণ প্রজন্মকে বহুমুখী প্রতিভার অধিকারী হতে হবে। তাদেরকে নৈতিকভাবে গড়ে তুলতে হবে। বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে কাজ করে। তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সিলেট আইডিয়াল মাদ্রাসা দ্বীন ও দুনিয়াকে সমন্বয় করে আদর্শবান সুনাগরিক তৈরীতে কাজ করে যাচ্ছে। এর ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সিলেট নগরীর উপশহরস্থ ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সিলেট আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা এ এইচ এম সোলাইমানের সভাপতিত্বে ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার রেক্টর জাহেদুর রহমান চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক নাজিম উদ্দীন, ডে শিফটের ইনচার্জ মো ফারুক মিয়া, শিক্ষক ফখরুল ইসলাম, আহমদ আল মাসউদ ও মাওলানা বজলুল রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।