ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার এক নিভৃত পল্লী থেকে নিখোঁজের তিনদিনের মাথায় জরিনা খাতুন (৫০) নামে এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হরিয়ারঘাট গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জরিনা খাতুন হরিয়ারঘাট গ্রামের আশির উদ্দিনের স্ত্রী। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে জরিনা খাতুন তিনদিন যাবত নিখোঁজ ছিলেন। শনিবার গভীররাতে পানের বরজ পাহারা দিতে গিয়ে কৃষকরা পঁচা গন্ধ টের পান। এরপর তারা খোঁজাখুঁজি করে ওই নারীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
হরিনাকুন্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, নিহত ওই নারীর ছেলের বউয়ের সঙ্গে বনিবনা ছিল না। নিখোঁজ থাকলেও জরিনার পরিবার পুলিশকে কিছুই জানায়নি বা থানায় জিডিও করেনি। জরিনার মৃত্যুর প্রকৃত কারন কি তা খতিয়ে দেখা হচ্ছে।