সম্প্রতি কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে পাথর লুটপাটের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান এবং সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীর নাম উল্লেখ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল বৃহস্পতিবার এনসিপির সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিািখত বক্তব্য পাঠ করেন সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, প্রকাশিত প্রতিবেদনে রাষ্ট্রীয় সংস্থা দুদকের একটি কথিত রেফারেন্সের উল্লেখ থাকলেও, কোনো সুনির্দিষ্ট অভিযোগ, তদন্ত প্রতিবেদন কিংবা কোনো বিশ্বাসযোগ্য তথ্য নেই। এই প্রতিবেদন পাথর লুটের মূল কালপিটদের আড়াল করার একটা পন্থা বলে আখ্যায়িত করেন। তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নৈতিক, জনমুখী ও গণমানুষের অধিকারভিত্তিক রাজনীতির প্ল্যাটফর্ম। তারা বলেন, আমাদের পথচলা কোনো সুবিধাবাদী গোষ্ঠীর নয়, বরং ২০২৫ সালের ২৪ জুলাই এর গণআন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগে পরিশুদ্ধ। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপির রাজনৈতিক চাওয়া বাংলাদেশে দুর্নীতিবাজ, লুটেরা ও ক্ষমতার অপব্যবহারকারীদের নয় বরং দেশপ্রেমিক, সাহসী ও সৎ মানুষরাই নেতৃত্বে থাকবে। তারা বলেন, আমরা গণমাধ্যমকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি। কোনো সংবাদ প্রচারের আগে সত্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করা সাংবাদিকতার নীতি। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো যেন প্রকাশিত প্রতিবেদন পুনর্বিবেচনা করে, বিভ্রান্তিকর তথ্য ও উপস্থাপনাকে সংশোধন করে এবং ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে যেকোনো প্রতিবেদনে ভারসাম্য, নিরপেক্ষতা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা ও মহানগর দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ-স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকার রক্ষায় অবিচল থাকবে। ষড়যন্ত্র, অপপ্রচার ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রভাগে থাকবে এ সংগঠনটি। পাথর সংক্রান্ত কোন কর্মে তাদের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানান। সম্মানহানিকর এমন রিপোর্টে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ করতে না পারলে আইনের আশ্রয় নিতে বাধা হবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

লুটে কারা জড়িত খতিয়ে দেখা হবে ॥ নবাগত জেলা প্রশাসক

সিলেট ব্যুরো: সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে যা যা করা দরকার করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি সাদাপাথর পরিদর্শনে গিয়ে এমনটি বলেন। এরআগে বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নেন সারোয়ার। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি সাদাপাথর গিয়েক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বলেন, সাদাপাথর থেকে যেনো আর কোনো পাথর চুরি না হয়, সেই ব্যবস্থা নেয়া।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।