চকরিয়া সংবাদদাতা: চকরিয়া পৌরসভার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির প্রথমবারের মতো মনোনয়নের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান-২০২৫ মগবাজার মার্কেট চত্বরে সম্পন্ন হয়েছে। গত ২৫ এপ্রিল রাত ১০টায় এ উপলক্ষে এক জরুরি সভা সমিতির উপদেষ্টা ডাঃ আনোয়ার হোসাইন আনু’র সভাপতিত্বে ও উপদেষ্টা রুহুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে ডাঃ খাইরুল আলমকে সভাপতি ও ডাঃ আনোয়ার হোসেন আনুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটিতে অন্যান্য পদবির কর্মকর্তারা হলেন; সহ-সভাপতি এরফান উদ্দিন, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শহিদ, সদস্য যথাক্রমে আরিফ উল্লাহ (উত্তর), মিজবাহ উদ্দিন ছোটন (দক্ষিণ), রুহুল কাদের (পশ্চিম), মুবিনুল ইসলাম (মধ্যে) ও আবদুল মালেক (মধ্যে)। সভা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
গ্রাম-গঞ্জ-শহর
চকরিয়ার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় পূর্ণাঙ্গ কমিটি গঠন
চকরিয়া পৌরসভার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির প্রথমবারের মতো মনোনয়নের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান-২০২৫ মগবাজার মার্কেট চত্বরে সম্পন্ন হয়েছে।