লক্ষ্মীপুর সংবাদদাতা : শহীদ শরিফ উসমান হাদীর স্মরণে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় রায়পুর উপজেলা জামায়াতে অফিসে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শহীদ শরিফ উসমান হাদীর জীবন, সংগ্রাম ও আদর্শ নিয়ে আলোচনা করেন এবং তার আত্মত্যাগ স্মরণ করেন। তারা বলেন, ন্যায়বিচার ও সত্যের পক্ষে অবস্থান নেয়ার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। এ ধরনের হত্যাকা- সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন তারা।

আলোচনা সভায় শহীদ উসমান হাদীর হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, হত্যাকারী দেশ ছেড়ে পালিয়েছে, তাকে দেশে এনে হত্যাকা-ের বিচার করতে হবে। অনুষ্ঠান শেষে শহীদ উসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর পৌরসভার আমীর হাফেজ ফজলুল করিম, উপজেলা সেক্রেটারি এড.আব্দুল আউয়াল রাসেল, বিশিষ্ট আইনজীবী নিজামউদ্দিন মাহমুদ, পৌরসভা নায়েবে আমির এড.কামাল উদ্দিন, পৌরসভা সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকির ও পৌর শাখার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রনায়ক, ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আমীর মনজুর মুর্শিদের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি আজগার আলীর সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামাযাতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

রাজারহাট (কুড়িগ্রাম) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে রাজারহাট উপজেলা জামায়াতের উদ্যোগে জামায়াত অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাস্টার আব্দুল ওয়াহাব, ওলামা বিভাগের সভাপতি মাওলানা জহুরুল হক, পেশাজীবি সংগঠনের সভাপতি আব্দুর রহিম মাস্টার, অফিস সম্পাদক আব্দুল মতিন, আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি মো. গোলজার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি জাহিদুল ইসলাম সোহেল ও রুবেল মিয়া প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান বীন হাদীর গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদ মাঠে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে বক্তব্য রাখেন, আল্লামা সাঈদী ফাউন্ডেশন ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী ও জুলাই মঞ্চের সাবেক পিরোজপুর জেলা সদস্য সচিব তাহমিদ আল নাসিব। জানাজা নামাজ পরিচালনা করেন, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব। জানাজা নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

বক্তারা বলেন, ওসমান হাদী যেদিন গুলী খেয়েছি সেদিন মনে হয়েছিল আমাদের শরীরেই গুলী লেগেছে। আমরা হাদীকে আল্লাহর জন্য এবং বাংলাদেশের জন্য ভালোবাসি। যতদিন পর্যন্ত ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি না পাবে এ দেশ, ততদিন পর্যন্ত ওসমান হাদীর এ আন্দোলন চলবে।

জামালপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখাপত্র শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিকেল সাড়ে ৪টার দিকে শহরের হিলফুল ফুযুল টাস্ট্রে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া ও আলোচনা সভায় শহর আমীর আল ইমরান সুজনের সভাপতিত্বে শহর সেক্রেটারি নাজমুল হক মাসুদের পরিচালনায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, সহকারী সেক্রেটারি ফরহাদ রেজাসহ বিভিন্ন ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে শহরের ফৌজদারী মোড়ে ও মাদারগঞ্জে হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

গোমস্তাপুর : শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় রহনপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক ও দিগন্ত হসপাতালের পরিচালক আব্দুর রাকিব। তিনি শহীদ ওসমান হাদির ত্যাগ, আদর্শ ও ন্যায়ভিত্তিক সংগ্রামের কথা স্মরণ করে বলেন, “ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন সাহসী কণ্ঠস্বর। তাঁর শাহাদাত আমাদের জন্য প্রেরণা হয়ে থাকবে।” অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন মুত্তাকিন।

শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগরে জুলাই আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ শরিফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ডিসেম্বর বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা জামায়াতের আয়োজনে নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম এবং অফিস সেক্রেটারি মহসিন আলমসহ দলীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ শরিফ ওসমান হাদীর কর্মময় জীবন ও আন্দোলনে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে তার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পঞ্চগড় : পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদীর রূহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ ডিসেম্বর রাতে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির ব্যানারে এ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতের আমীর পঞ্চগড় ১ আসনে জামায়াত মনোনীত সংসদ পদ প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড় জেলা জজ আদালতের জিপি ও পৌর বিএনপির সাধারণ

সম্পাদক এডভোকেট আব্দুল বারী, ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা সভাপতি হাফেজ মাওলানা মীর মোর্শেদ তুহিন, পঞ্চগড় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি মাহফুজার রহমান, জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগের সভাপতি ও কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বী।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি, কালবেলা বাংলাভিশন টিভির প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিউজ ২৪ টিভি, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার, দেশরূপান্তর বাংলাদেশ অবজারভারের প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন রাইজিং বিডি, বাসসের জেলা প্রতিনিধি আবু নাঈম। হাদীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামীর পঞ্চগড় পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন।

লাশ উদ্ধার

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলে সুমন মিয়া সরকার (৩০) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের স্বর্নরেখ গ্রামে জনৈক আব্দুস সালামের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুমন সরকার কুমিল্লা জেলার দ্বেবিদ্বার উপজেলার ইছবপুর গ্রামের তৈয়ব আলী সরকারের ছেলে।

বাহুবল মডেল থানার এসআই সাদ্দাম জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে তার পরিবারের লোকজন আসতেছেন।

থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

চলনবিলে

ফুলকপি

২ টাকা কেজি

তাড়াশ (সিরাজগঞ্জ) : চলনবিলে পাইকারি বাজারে ফুলকপির দাম কমে গেছে, ফলে উৎপাদন খরচ দূরের কথা বাজারজাত করতে যে খরচ হচ্ছে সেটিও উঠছে না। নাটোরের বনপাড়া ও গুরদাসপুর উপজেলার সর্ববৃহৎ সবজি বাজারে সরবরাহ বেশি হওয়ায় ক্রেতা সংকটে কৃষকরা প্রতি কেজি ফুলকপি পাইকারিতে মাত্র ২/৩ টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। গত কয়েক দিনে দাম কমতে কমতে ২ টাকায় নেমে এসেছে।

গত ২১ ডিসেম্বর চলনবিলের সিরাজগঞ্জ পাবনা ও নাটোরের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, পুরো বাজার শীতকালীন সবজিতে ভরে গেছে। ভোর থেকে কৃষকরা ভালো দামের আশায় সবজি নিয়ে বাজারে এলেও ক্রেতা সংকটে পড়তে হচ্ছে তাদের। বর্তমানে বাজারে প্রতি মণ (৪০ কেজি) ফুলকপি পাইকারি দরে বিক্রি হচ্ছে মাত্র ৮০/১২০ টাকা পর্যন্ত। এছাড়াও পাতাকপি প্রতিপিস ৭/৯ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর শীতকালীন শাকসবজি ১১৩০ হেক্টর জমিতে চাষ হয়েছে, সেখানে ফুলকপি চাষ হয়েছে ১১০ হেক্টর জমিতে। কৃষক রফিকুল ইসলামের সাথে কথা বললে-তারা জানান, প্রতি কেজি ফুলকপি চাষ থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত তাদের খরচ হয়েছে অন্তঃত ৮ থেকে ৯ টাকা। কিন্তু বর্তমান বাজারে বিক্রি করে সেই খরচের অর্ধেকও উঠছে না।