তৌফিক রুবেল, দাউদকান্দি (কুমিল্লা): দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় পরিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া দাউদকান্দি পৌরসভার বলদাখালে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। সম্প্রতি স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দীন ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আসিফ কবির, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক এস.এম. মিজান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মনির হোসেন ফরাজি, অর্থ সম্পাদক রোমান মিয়াজি এবং কবির হোসেন।
এ সময় বক্তারা বলেন, জনসচেতনতা ও নাগরিক দায়িত্ববোধই একটি শহরকে বাসযোগ্য করে তোলে। নিজেদের অর্থায়নে ধারাবাহিকভাবে এমন কার্যক্রম পরিচালনার জন্য ধানসিঁড়ি সংস্থার সদস্যদের প্রশংসা করেন অতিথিরা।