ফেনীর ফুলগাজীতে দলীয় কোন্দলের জেরে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন করার ঘটনার সাতদিন পর মামলা করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা মীর হোসেন মীরু (৪৫)।

ঘটনার সাতদিন পর ভুক্তভোগী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে ফুলগাজী থানায় এ মামলা করেন। এতে মুন্সিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম কালাকে প্রধান ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এনামুল হক রেদোয়ানকে দুই নম্বর আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান মামলার তথ্য নিশ্চিত করেছেন। মামলায় অন্য আসামি হলেন স্থানীয় বিএনপিকর্মী বেলাল হোসেন।

টিআর-কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মীর হোসেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মান্দারপুর এলাকার লেদু মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।