কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘অঝঝঊঞ’ প্রকল্পের অংশ হিসেবে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে। গত শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৫, সকাল ১০টায় প্রতিষ্ঠান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মীর জাহিদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। শিল্প উদ্যোক্তাদের মধ্যে সমন্বয়, কারিগরি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “কারিগরি শিক্ষা ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তি। শিল্প উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।”
সেমিনারের সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাইফুল ইসলাম। তিনি বলেন, অঝঝঊঞ প্রকল্পের মূল লক্ষ্য হলো দক্ষতা উন্নয়ন, শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সংযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের কর্মযোগ্য করে তোলা। উদ্যোক্তাদের সঙ্গে এই সমন্বয় কর্মমুখী শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে স্থানীয় বিভিন্ন শিল্প কারখানার উদ্যোক্তা, প্রশিক্ষক, শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তারা শিল্পক্ষেত্রে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা, প্রশিক্ষণ সুযোগ এবং ভবিষ্যৎ প্রযুক্তি-ভিত্তিক চাকরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সেশন অনুষ্ঠিত হয় এবং এঞঝঈ–অঝঝঊঞ প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।