গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার প্রদান, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, এবং আলোকসজ্জা।
বুধবার সকালে বারির প্রধান কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বারি র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এ সময় আনসার সদস্যদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে বারি র বিভিন্ন পর্যায়ের পরিচালক, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বারির কেন্দ্রীয় মসজিদে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সন্ধ্যায় মন্দির ও গির্জায়ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বারি প্রধান কার্যালয়ে করা হয় মনোমুগ্ধকর আলোকসজ্জা।
এছাড়াও ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বারির প্রধান কার্যালয়ের সকল অফিস এবং আবাসিক এলাকায় রাত ১০:৩০ থেকে ১০:৩১ পর্যন্ত এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়।