শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে রানীহাটি ডিগ্রী কলেজ মিলনায়তনে অতিরিক্ত সচিব অবঃ জনাব মোঃ মোজিবুর রহমানের সভাপতির চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ ১৭ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় ও লাভাঙ্গা-সুন্দরপুর উচ্চ বিদ্যালয় এর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কে চ্যাম্পিয়ন হয় ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় দল এবং রানার্সআপ হয় লাভাঙ্গা সুন্দরপুর উচ্চ বিদ্যালয়। এছাড়া সবচেয়ে ভালো বক্তব্য প্রদান করেন ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের মারেসিহা রাইসা। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক জনাব মোঃ ফিরোজ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিনি বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলায় যতগুলো সমাজসেবা নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান রানীহাটি সাধারণ পাঠাগার। প্রতিষ্ঠানটি প্রতিবছর অনুষ্ঠান অনুষ্ঠানের ব্যবস্থা করে তার সবই শিক্ষা বন্ধব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবুল বাশার ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক্টর মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক আবু বক্কার মোল্লা প্রধান শিক্ষক শামসুল ইসলাম ও আইসিটি শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ। ভক্তরা বলেন রানীহাটি পাঠাগার চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচেয়ে বড় পাঠাগার। এই পাঠাগারে প্রতিদিন পাঠকের পত্র-পত্রিকা সহ পাঠাগারের বইগুলো পড়ে থাকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঠাগারে পাঠক যায় বটে তবে দৈনিক পত্রিকা গুলো পড়ে , পাঠা ঘরে রক্ষিত বইগুলো কোনদিন পড়ে না। বইয়ের উপরে ধুলো ময়লা জমে থাকে হাত দেওয়া যায় না।