হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে উসকানিমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) ভোর ৫টা ৫ মিনিটের দিকে চিকনদণ্ডী ইউনিয়নের নন্দিরহাটের পাশে ধোপার দিঘীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, উক্তস্থানে কিছু ব্যক্তি নিষিদ্ধ সংগঠনের সদস্য পরিচয় দিয়ে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিচ্ছিলেন। তারা জনমনে আতঙ্ক সৃষ্টি, রাষ্ট্রের অখণ্ডতা ও নিরাপত্তা বিঘ্নিত করা এবং সরকারি সম্পত্তির ক্ষতির পরিকল্পনা করছিলেন। এসময় পুলিশ অভিযানে গিয়ে চারজনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলো, জিয়াউদ্দিন জাহেদ (৩০), মোঃ আকতার হোসেন (২৩), ৩. মোঃ শাহাদাত হোসেন (৪৪), মোঃ হাবিবুল আলম (২৫)।

এদিকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন, মোঃ শফি আলম (৩৫), ২. মোঃ আরিফ (৩০)।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুর কাদের ভুইঁয়া বলেন,

“ঘটনাটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।”