আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে বাসচাপায় ইসলামী আন্দোলনের নেতা, প্রভাষক রেজাউল করিম নিহতের ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ আগস্ট দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নিহত রেজাউল করিম গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের মাওলানা মো. নুরুল হকের ছেলে। সে আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার আইসিটি বিষয়ের প্রভাষক এবং ইসলামী আন্দোলন গুলিশাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. রেজাউল করিম গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান কর্মসূচির বিজয় মিছিল শেষে আমতলী শহর থেকে মোটরসাইকেলযোগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমতলী-ঢাকা মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘটখালী এলপি গ্যাস স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা ছন্দা পরিবহন নামের একটি বাস রেজাউলের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।