মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : গতকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ-২ আসনের টংঙ্গিবাড়ি থানার যশলং ইউনিয়নে ৫ ও ৬ নং ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক, পথসভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়, সততা, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণ। দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টাই উন্নত রাষ্ট্র গঠনের ভিত্তি। যে নেতৃত্ব ন্যায়বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, তারাই দেশকে এগিয়ে নিতে পারে।
তিনি বলেন, আমরা যদি বিভাজন ভুলে একসাথে কাজ করি, তবে দুর্নীতি ও বৈষম্য দূর করা সম্ভব। জনগণের আস্থা, মূল্যবোধ ও সততার মিলিত শক্তিই টেকসই সুশাসনের পথ তৈরি করে। তাই আসুন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে দলমত নির্বিশেষে এবারের নির্বাচনে জামায়াতকে ভোট দেই।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টংঙ্গিবাড়ি থানার আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি কাজি ইকবাল হোসেন, সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, যশলং ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ তাহজীব, সেক্রেটারি মোঃ শাকিল মোল্লাসহ স্হানীয় জামায়াত কর্মী ও সমর্থক বৃন্দ।