কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় হাছেন শেখ (৬৫) নামক এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৬ই এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি কলারোয়া উপজেলার দেয়াড়া কাশিয়াডাঙ্গা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেমেয়েদের খেলাকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।এ সময় নিহত বৃদ্ধ হাছেন শেখ (৬৫) তাদেরকে থামানোর জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু প্রতিপক্ষ প্রতিবেশী শাহাদাত হোসেনের স্ত্রী শুকতারা বেগম কাঠের তক্তা দিয়ে ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে ।