স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় তার এক ব্যবসায়ী বন্ধু গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সজিব হোসেন (৩৮)। তিনি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। আহত ব্যবসায়ীর নাম রয়েল মিয়া। তারা দুজনই মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন।
পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সজিব হোসেন ও রয়েল মিয়া মোটরসাইকেলে জামালপুর থেকে হাটুরিয়া চালা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়কের গজারি বনের কাছে কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী তাদের গতিরোধ করে। বিপদ বুঝে তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা সজিব হোসেনকে ধরে ফেলে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।