প্রত্যক্ষ ভোটে সভাপতি ও মহাসচিব নির্বাচিত হওয়ার আড়াই মাস পরে ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেলো ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’। গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্যাবের ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের কথা জানান।
গত ৯ আগস্ট ড্যাবের নির্বাচনে সরাসরি ভোটে সভাপতি পদে হারুন আল রশীদ এবং মহাসচিব পদে জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটি ছাড়াও ৫৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও অনুমোদন দিয়েছে বিএনপি।
পূর্নাঙ্গ কমিটিতে একজন সিনিয়র সহসভাপতি, ৪৫ জন সহসভাপতি, একজন করে কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ৩১জন যুগ্ম মহাসচিব রয়েছে। এছাড়া সাংগঠনিক-সহসাংগঠনিক, সম্পাদকীয় বিভিন্ন পদসহ সদস্য পদ মিলে সর্বমোট ২৭৬ জন চিকিৎসক কমিটিতে স্থান পেয়েছেন। বিগত কমিটির মহাসচিব আব্দুস সালামকে এক্স অফিসিও হিসেবে নতুন কমিটিতে সদস্য রাখা হয়েছে।