মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মহানগরের রথখোলা এলাকা থেকে শুরু হওয়া র‍্যালিটি রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালির আগে জাতীয় পতাকা ও রঙিন ক্যাপ হাতে নেতাকর্মীরা সমবেত হন। বিজয় র‍্যালিতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম. মনজুরুল করিম রনি। পরে তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

র‍্যালিতে ‘লাল-সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, ‘বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে'—এমন দেশপ্রেমমূলক স্লোগানে মুখরিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট নাসির উদ্দিন নাসির, মাহবুবুল আলম শুক্কুর, প্রভাষক বশির উদ্দিন, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, কাউন্সিলর তানভীর আহমেদ, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, কামাল উদ্দিন, আরিফ হাওলাদার, গাজী সালাহউদ্দিন, সাজেদুর রহমান, মাহমুদুল হাসান রাজু, আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম নিপু, মইজুদ্দিন তালুকদার, ইমরান রেজা, রোহানুজ্জামান শুক্কুর, মহিলা দলের নেত্রী সোহেলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।