নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনায় চৌদ্দ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার রায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
গতকাল সোমবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম এমদাদুল হক এ রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেন, অপু চন্দ্র সরকার (৩১), মামুন আকন্দ (৩৪), সুলতান মিয়া (৩১)। তারা জেলার সদর উপজেলার ঠাকরকোনা এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরাকোনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা লালচাঁনের কিশোরী মেয়ে পান্না আক্তার প্রতিবেশিদের বাড়িতে বেড়াতে গেলে একই এলাকার অপু চন্দ্র সরকার, মামুন আকন্দ ও সুলতান মিয়া পান্নাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পাশের ফিশারী পুকুরের একটি ঘরে নিয়ে যায়। পরে সেখানে তারা কিশোরীটিকে পালাক্রমে ধর্ষণ করে।
বিষয়টি টের পেয়ে পান্না আক্তারের বাবা লালাচাঁন ঘটনাস্থলে ছুটে গেলে ধর্ষকরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে কিশোরীটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর পালাক্রমে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। পরে লোকলজ্জার ভয়ে পরদিন ৪ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে বাড়ির একটি ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পান্না। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর মেয়েটির মা আলপনা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩ জনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।