ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শায়খ ডক্টর অধ্যাপক মাওলানা মোঃ আব্দুস সামাদ এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ভি.পি. আয়নুল হক এবং জামায়াতে ইসলামীর প্রার্থী শায়খ ডক্টর অধ্যাপক মাওলানা মোঃ আব্দুস সামাদ এর মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
তবে প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী এবং খেলাফত মজলিসের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বচ্ছতা ও নির্বাচন বিধিমালা অনুসরণ করেই মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।