চট্টগ্রাম বন্দর এবং বিনিয়োগ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন-এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার চিটাগং পোর্ট অথরিটি গেস্ট হাউজে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, মুহাম্মদ শফিউল আলম, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।

সভায় চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা, এবং শ্রমিকদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।