মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা : মনোহরদী উপজেলায় গত ১৮ ই নভেম্বর উপজেলা প্রশাসনের উদ্দোগে উপজেলা পরিষদ চত্বরে এই উপজেলার ২৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হুইল চেয়ার বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, মনোহরদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান সজিব প্রমুখ। উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
মনোহরদীতে হুইল চেয়ার বিতরণ
মনোহরদী উপজেলায় গত ১৮ ই নভেম্বর উপজেলা প্রশাসনের উদ্দোগে উপজেলা পরিষদ চত্বরে এই উপজেলার