স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা।
এ ঘটনায় তার এক ব্যবসায়ী বন্ধু গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সজিব হোসেন (৩৮)। তিনি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। আহত ব্যবসায়ীর নাম রয়েল মিয়া। তারা দুজনই মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন।
পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সজিব হোসেন ও রয়েল মিয়া মোটরসাইকেলে জামালপুর থেকে হাটুরিয়া চালা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়কের গজারি বনের কাছে কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী তাদের গতিরোধ করে। বিপদ বুঝে তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা সজিব হোসেনকে ধরে ফেলে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এসময় রয়েল মিয়া আহত অবস্থায় দৌড়ে গিয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। তারা ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় দুই ছিনতাইকারীকে উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে সফিপুর মডার্ন হাসপাতাল এবং অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ছিনতাইকারীদের হামলায় এক ব্যবসায়ী নিহত ও অপরজন আহত হয়েছেন। স্থানীয়রা ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় কালিয়াকৈরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত ছিনতাইকারীদের বিচার দাবি করেছেন।