কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্টেশন রোড এলাকার জাহাঙ্গীর মার্কেটে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আটজন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে পরিচালিত এ ক্যাম্পে সাধারণ রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শিশু ও মাতৃস্বাস্থ্যসহ নানা জটিলতার রোগীদের বিনামূল্যে পরামর্শ, প্রেসক্রিপশন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সকালে শুরু হওয়া এ কার্যক্রমে রোগীদের ভিড়ে ক্যাম্প এলাকা জনসমাগমে মুখরিত হয়ে ওঠে।

চিকিৎসা কার্যক্রম উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মো. মুসলিম উদ্দিন।

নারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জম্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায় হোসিয়ারী সমিতি ভবনের সামনে আয়োজিত মিলাদ মাহফিলে দোয়ার পূর্বে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান সহ আরও অনেকে। দোয়া মাহফিলে জম্মদিন উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।