জয়পুরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে তাৎক্ষণিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে। ফল প্রকাশের পর শহরের সদর থানা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন গ্রাজুয়েট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান মানিক।
বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জজ কোর্টে অতিরিক্ত পি পি সাবেক শিবিরের জেলা সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাবেক জেলা সভাপতি এ্যাড আসলাম হোসেন, শিবিরের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক তারেক হোসেন, সহ সভাপতি ইমরান হোসেন, শিক্ষার্থী সিরাজুজ জামান মাহি প্রমুখ। এ সময় উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে মিষ্টিমুখ করে ফুল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন শিবির নেতৃবৃন্দ।
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোসেনপুর উপজেলা শাখা।
তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ফুল ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোসেনপুর উপজেলা শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম রাকিব। আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরে প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ সাদ্দাম, হোসেনপুর উপজেলা ছাত্রশিবিবের সাবেক সভাপতি রহমত আলীসহ অন্যান্যরা।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের আগামীর দেশগঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান এবং পড়ালেখার পাশাপাশি নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের গুরুত্ব তুলে ধরেন। সংবর্ধিত শিক্ষার্থীরা এই সম্মাননায় পেয়ে আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।