সিরাজগঞ্জ সংবাদদাতা : জাতীয় নির্বাচনে ভোট প্রদান, গণভোট ও পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষে উল্লাপাড়া পৌরসভার কাওয়াক এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি উঠান বৈঠকে উপজেলা নির্বাচন অফিসার ভোটারদের উদ্দেশ্যে জাতীয় নির্বাচনে ভোট প্রদান পদ্ধতি, গণভোটের গুরুত্ব এবং পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফ এবং উপজেলা নির্বাচন কমিশনার আবুল বাশার। তারা বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে।

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

নোয়াখালীতে জামায়াতের উদ্যোগে কৃষক সমাবেশ

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালী জেলার বসুর হাট পৌরসভা জামায়াতের উদ্যোগে কামাল উদ্দীন এর সভাপতিত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ৫ আসনের জামায়াতের এমপি প্রার্থী কোম্পানি গঞ্জ উপজেলার আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসুরহাট পৌর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বক্তব্য বলেন অতীতে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের লোকদের পাঠিয়েছেন কিন্তু কৃষক সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা পায়নি, তাই এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার গঠনে সুযোগ দিন। তবে সার বীজ ও কীটনাশক সরকারিভাবে সরবরাহ করা হবে এবং কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে। সেই সাথে কৃষিপণ্যের সংরক্ষণ, বিপণন ও ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। সবাইকে দেখেছেন বারবার, জামায়াতকে দেখুন একবার।”

সভায় উপস্থিত কৃষকগণ দেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।