ফেনী সংবাদদাতা : ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মাদকের কমিশন নিয়ে দুই গ্রপের সংঘর্ষে বলি হলেন কামুভূইয়া সমাজের সভাপতি আলমগীর হোসেন।

অত্র কামু ভূইয়া সমাজে মাদকের ব্যবসার সাথে জড়িত হয়ে এলাকার কিছু সমাজবিরোধী লোক দীর্ঘদিন যাবত নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। গতকাল সোমবার এরা মাদক বিক্রির কমিশনকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলা কালে স্থানীয়রা কামু ভূঁইয়া সমাজ কমিটির সভাপতি আলমগীর হোসেন এর কাছে সাহায্য চাইতে আসলে, আলমগীর উক্ত স্থানে গিয়ে পুলিশ প্রসাশনের সহযোগীতায় মিমাংসার বিষয়টি সন্ত্রাসীদের জানালে, প্রায় ১৫/১৬ জন সন্ত্রাসী আলমগীর হোসেনের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে ।লাঠির আঘাতে তাঁর মাথা পেটে যায় এবং পুরো শরিরে রক্তাক্ত হয়। উক্ত সন্ত্রাসীরা গত ১ বছর ধরে অনেক নিরিহ মানুষের উপর হামলা চালাচ্ছে। তাদের অত্যাচারে ফাজিলপুর বাসী আতংকিত । এলাবাসী সহ আলমগীর হোসেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ।