খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্বপালনের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। পরে ৪ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। গত ৮ অক্টোবর সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা উপজেলার সংবাদকর্মীরা অংশ নেন।
গ্রাম-গঞ্জ-শহর
সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্বপালনের নিশ্চয়তার দাবিতে