চকরিয়ার কৈয়ারবিল ইসলামনগরস্থ মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রা.)মাদরাসা এর অভিভাবক সম্মেলন, মেধাবি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ২০২৫ সালের নূরানী তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সম্মেলনে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রউফ মনছুর। মাদরাসা শিক্ষক মাওলানা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চীফ সেন্টার ভিজিটর এন্ড ম্যাজিস্ট্রেট বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ ইলিয়াস কোবরা।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম সাতকানিয়া গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার সহকারী অধ্যাপক মুহাদ্দিস মাওলানা মো. ইরশাদ উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ সাঈদী ও শাহ আবরার হজ¦ কাফেলার চেয়ারম্যান আলহাজ¦ মাওলানা মো. জিয়াউল হক। এছাড়া বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মহসিন উদ্দিন মিঠু, শিক্ষা পরিচালক মাওলানা শাহাদাত হোসেন, সহকারী পরিচালক মাওলানা আবদুল হামিদ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আনসার উদ্দিন, মাওলানা শাহেদ হোসাইন, মাওলানা মুহাম্মদ হাসান, অভিভাবকদের পক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. এখলাছুর রহমান, মাওলানা রুহুল আমিন ও মাস্টার মিজানুর রহমান প্রমুখ। ­