রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফের জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন। গত ২৮ মে তাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওইদিন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড দেওয়া হয়। মঙ্গলবার তিন আসামিকে ৬ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তাদের পক্ষে আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে এদিন জামিন শুনানির জন্য দিন ঠিক করেন। এদিন আসামিদের পক্ষে তাদের আইনজীবী লুৎফা বেগম পার”ল জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন। হাতিরঝিল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোকছেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রাম-গঞ্জ-শহর
শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদসহ তিনজনের জামিন নামঞ্জুর
রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফের জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।