ফেনী সংবাদদাতা : ফেনীর দাগনভূঞা উপজেলার ৮নং জায়লস্কর ইউনিয়ন বারাহীগুনিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘর উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডা: মো ফখরুদ্দীন মানিক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির ৩য় দফা হচ্ছে সমাজসেবা এবং সমাজসংস্কার। সে ধারাবাহিকতায় যেখানে দুর্যোগ, দুর্ভোগ এবং মানবিক বিপর্যয়, সেখানে জামায়াতের নেতা কর্মীরা ছুটে গিয়েছেন। এই কাজ কারো প্রশংসা অথবা বাহবা পাওয়ার জন্য করিনা বরং আল্লাহর দেয়া বিধান অনুসরনের অংশ হিসেবে অব্যহতভাবে চালিয়ে যাচ্ছি। আজকের ঘর উপহার সেই ধারাবাহিক কর্মসূচির অংশ। আমরা ইতিপূর্বে বন্য পরবর্তীতে প্রায় ৪০০ গৃহনির্মাণ সহযোগিতা করেছি। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। আগামীতে জামায়াতে ক্ষমতায় আসলে রাষ্ট্রের উদ্যোগে সরকারি খরচে সকল গৃহহীন মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, ইনশাল্লাহ।
প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিন জামায়াতের মজলিশে শূরা সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা সেক্রেটারী, বিশিষ্ট ব্যাবসায়ী মেসবাহ উদ্দিন সাঈদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন জামায়াতের আমীর মাও সাইফুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ, ছাত্রশিবিরের সভাপতি তানভীর মিশকাত, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহমুদুল হাসান, ৭ নং ওয়ার্ডের সেক্রেটারী গোলাম সরোয়ারসহ নেতৃবৃন্দ।