হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে জেলা প্রশাসনের পরিচালিত উচ্ছেদ অভিযানে প্রায় ১০ কোটি টাকার সরকারি সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা, ফ্রন্ট ডেস্ক ও ই-সেবা কেন্দ্র) ইসরাফিল জাহানের নেতৃত্বে হাটহাজারী পৌরসভার কাচারী সড়কে, পৌরসভা কার্যালয়ের সামনে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি ভূমিদস্যু চক্র চট্টগ্রাম জেলা পরিষদের প্রায় ছয় শতক জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল।

ঘটনার দিন সকালে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা জেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদে গেলে কয়েকজন দোকানদার বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং জেলা পরিষদের নামে টিনের বেড়া ও সাইনবোর্ড স্থাপন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানে আনুমানিক ১০ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার হয়েছে। তবে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, প্রশাসন গায়ের জোরে তাদের বৈধ দোকানও উচ্ছেদ করেছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সহকারী প্রকৌশলী, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।