খুলনা ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আপিল বিভাগ সর্বসম্মতভাবে আমাদের আপিল গ্রহণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেয়ার আদেশ দিয়েছেন। আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।

গতকাল রোববার বিকেলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটিতে আদালত কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা অঞ্চলের টিম সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন। বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন। অন্যান্যের মধ্যে খুলনা মহানগরীর জামায়াতের সাবেক আমীর এডভোকেট আনসার উদ্দীন, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, হরিণটানা থানা আমীর মাওলানা আব্দুল গফুর, লবণচরা থানা আমীর মোজাফ্ফর হোসেন, আড়ংঘাটা থানা আমীর মুনাওয়ার আনসারী, মাওলানা মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

চট্টগ্রাম মহানগরীর জামায়াতের শোকরানা মাহফিল

চট্টগ্রাম ব্যুরো : এক যুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় শোকরানা ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগরী। গতকাল রোববার দুপুর ১টায় চট্টগ্রামের দেওয়ানবাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় শোকরানা মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান ও নগর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন। এতে মোনাজাত পরিচালনা করেন নগর আমির শাহজাহান চৌধুরী।

গাজীপুরে শুকরিয়া ও দোয়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, গাজীপুর : দলীয় নিবন্ধন ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এক শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে গতকাল রোববার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর আবুল হাসেম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওঃ শাখাওয়াত হোসেন, অফিস সেক্রেটারি আবু সিনা মামুন, প্রকাশনা সেক্রেটারি মাওঃ এখলাছ উদ্দিন, পূবাইল থানা জামায়াতের আমীর আশরাফ আলী কাজল, কোনাবাড়ি থানা আমীর ডাঃ কবির হোসেন, বাসন থানা আমীর মাওঃ আকরামুল ইসলাম, সদর থানা জামায়াতের নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খান ও সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা জামায়াতের নায়েবে আমীর জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহবুব আলম জামীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা শেষে দেশের কল্যাণ ও দলীয় সফলতার জন্য মোনাজাত পরিচালনা করা হয়।

টাংগাইলে জামায়াতের শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাংগাইল সংবাদদাতা : জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় শুকরিয়া ও দোয়া মাহফিলের আয়োজন করে টাংগাইল শহর জামায়াতে ইসলামী। শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারী সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় টাংগাইল কেন্দ্রীয় মসজিদে বাদ আসর অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও দোয়া পরিচালনা করেন জেলা আমীর আহসান হাবীব মাসুদ। এতে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।

মানিকগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং দলীয় প্রতিক দাড়িপাল্লা ফেরত পাওয়ায় সারা দেশের ন্যায় মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় শোকরানা নামাজ আদায় দোয়া মাহফিল করেছেন মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামির নেতা কর্মীরা। জেলার সাতটি থানা এবং দুইটি পৌরসভার সহ প্রায় পয়ষট্রি উনিয়নে কর্মসূচি পালিত হয়। বিভিন্ন গণমাধ্যমে সকাল বেলায় খবরটি পাওয়ার সাথে সাথে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠে। নানাভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে বর্তমান উচ্চ আদালতের উপর আস্থা প্রকাশ করে।

বাদ আসর মানিকগঞ্জ কোর্ট মসজিদে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তরাঞ্চল টীম সদস্য মানিকগঞ্জ ৩ নং আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন। এতপ মানিকগঞ্জ জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাের সঞ্চালনায়

পাবনা আটঘরিয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

গতকাল রোববার দুপুরে আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তরে এক শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য,পাবনা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খানের নেতৃত্বে শোকরানা মিছিলে উপজেলার জামায়াত-শিবির নেতাকর্মী ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। শোকরানা মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম মাসুদ এর সঞ্চালনায় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নাসির উদ্দিন, চাঁদভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ মাওলানা ওলিউল্লাহ।

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় তাৎক্ষণিক শোকরানা মিছিল ও সমাবেশ করেছে মুরাদনগর উপজেলা জামায়াত। গতকাল রোববার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখা জামায়াতে ইসলামী আমীর আবু নছর মোঃ ইলিয়াস সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য শামীম সরকার বিজ্ঞ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা শাখা সাবেক আমীর মনছুর মিয়া, শূরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান মিয়া, মুরাদনগর উপজেলা শাখা সেক্রেটারি মাওলানা আমীর হোসেন, সহ সেক্রেটারি মাহবুব আলম মুন্সি, নবীপুর পশ্চিম ইউনিয়ন আমীর মুহাম্মদ গোলাম মোস্তফা, নবীপুর পূর্ব ইউনিয়ন আমীর মাওলানা সামির হোসেন, ধামঘর ইউনিয়ন আমীর আবদুল আওয়াল খন্দকার, ইসলামি ছাত্র শিবির সভাপতি সাইফুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগ সভাপতি জালাল উদ্দীন। প্রমুখ। শোকরানা মিছিল টি মুরাদনগর উপজেলা বিভিন্ন সড়কে প্রদর্শন করে আল্লামা চত্বরে সমাবেশ করে।