হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে এক দোয়ার অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা। উপজেলা কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মিড়িয়া ও সাংবাদিক বিভাগের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উত্তরজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল হোসাইন।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বাংলাদেশের মানবিক নেতা আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান এ মুহূর্তের জাতির ঐক্য ও সংহতির অন্যতম কর্ণধার। দেশ জাতির কল্যাণে আমীরে জামায়াতকে দ্রুত সুস্থ হয়ে মানুষের কল্যাণে ভূমিকা রাখা খুবই জরুরি। মহান আল্লাহ আমাদের মানবিক নেতাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন।
উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে দোয়ার অনিষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েব আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী ও মিজানুর রহমানসহ উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আশু সুস্থতা ও কামনা করে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
সম্প্রতি উপজেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপজেলা সংগ্রামী আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী’র সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের এর সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বান্দরবান জেলা জামায়াতের সংগ্রামী আমীর এস এম আব্দুস সালাম আজাদ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শুধু একটি দলের নেতা নন, তিনি মানবতার মুক্তির আন্দোলনের পথপ্রদর্শক। তাঁর সুস্থতা গোটা জাতির জন্য অত্যন্ত জরুরি। তাই দেশবাসীর প্রতি তাঁর জন্য আন্তরিক দোয়ার আহ্বান জানাই
দাউদকান্দি (কুমিল্লা) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় কুমিল্লার দাউদকান্দিতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা পূর্ব পাড়া আলী মসজিদে এ আয়োজন করে ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী।
দোয়া মাহফিল উক্ত মসজিদের পেশ ইমাম মুফতি আবু হানিফ আশরাফীর পরিচালনায় কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান একজন দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁর শারীরিক সুস্থতা কামনায় আমাদের সকলের দোয়া একান্ত প্রয়োজন।”
দোয়ায় উপস্থিত সবাই ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।
সাতকানিয়া সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের একটি মসজিদে উপজেলা জামায়াত এ মাহফিলের আয়োজন করে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
সভাপতিত্ব করেন দ. লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ড. মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান ও বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. জুনায়েদ চৌধুরী।
দোয়া পূর্ব বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন— “আমীরে জামায়াত শুধু একটি দলের নেতা নন, তিনি একজন পথপ্রদর্শক, যিনি ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য আমরণ সংগ্রাম করে চলেছেন। তাঁর সুস্থতা আজ গোটা জাতির জন্য একান্ত প্রয়োজন। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই— আসুন, আমরা সবাই আল্লাহর দরবারে তাঁর রোগমুক্তির জন্য দু’আ করি।”
দোয়া মাহফিলে আমীরে জামায়াতের দ্রুত আরোগ্য, সুস্থতা ও নিরাপত্তা কামনা করে কান্নাভেজা কণ্ঠে মোনাজাত করা হয়।