‘শিক্ষা সকল শিশুর অধিকার’—এই মানবিক দর্শনকে সামনে রেখে টঙ্গীর রেলওয়ে স্টেশনের খোলা আকাশের নিচে গড়ে ওঠা ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল কিডস স্কুল তার চার বছরের মানবিক পথচলার মাইলফলক উদযাপন করেছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এই স্কুলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে টঙ্গী রেলওয়ে স্টেশন সংলগ্ন কেরানীটেক বস্তী এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। সীমিত অবকাঠামো ও প্রতিকূল বাস্তবতার মাঝেও নিয়মিত শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি তার বক্তব্যে বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধে গড়ে তুলতে গ্লোবাল কিডস স্কুল যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে, তা সমাজের জন্য অনুকরণীয়। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের মানবিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে এবং মোহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনসুর আহমেদ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, চলচ্চিত্র নির্মাতা সামছুল ইসলাম স্বপন, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল মিয়া, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত মিন্টু, সাংবাদিক আরিফ চৌধুরী, টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, যুবদল নেতা শাহীন আহম্মেদ রিজভী ও সফিকুর রহমান হিমেল।

এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠান শেষে গ্লোবাল কিডস স্কুলের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক মোহাম্মদ শামীম রেজা বলেন, গ্লোবাল কিডস স্কুল শুরু থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিশুদের নিয়মিত পড়াশোনা নিশ্চিত করা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এ উদ্যোগ অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহবুবুর রহমান জিলানী বলেন, খোলা আকাশের নিচে হলেও তারা শিশুদের শিক্ষা কার্যক্রম কখনো বন্ধ হতে দেননি। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক চেতনা জাগ্রত করাই তাদের মূল দর্শন। ভবিষ্যতেও এই মানবিক শিক্ষাযাত্রা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চার বছরের এই পথচলায় গ্লোবাল কিডস স্কুল টঙ্গীর সুবিধাবঞ্চিত শিশুদের কাছে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং আশার আলো ও মানবিকতার এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে।