নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিয়ার পদ্ধতি ও জুলাই সনদের আদেশ জারি এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫- দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন জেলা জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর ) সকালে শহরের ভবানীগঞ্জ মোড় (জুলাই স্মৃতিস্তম্ভ) থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি পদযাত্রা শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পদযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনিত নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত ( সিংড়া - ৩) আসনে এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান , জেলা সহকারী প্রচার সম্পাদক আতিকুল ইসলাম রাসেল ,সদর উপজেলার আমীর অধ্যাপক মীর নূরুন নবী, শহর আমীর রাশেদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বেই জুলাই সনদের বাস্তবায়ন ও আদেশ জারি এবং গণভোট দিতে হবে , জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি , অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সকলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত , ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও নির্যাতনের বিচার দৃশ্যমান ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
দাবিগুলো পূরণের মাধ্যমে নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করতে সরকারকে আহ্বান জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসক আসমা শাহিন এর কাছে প্রধান উপদেষ্টার বরাবর তাদের দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।