খুলনা ব্যুরো : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফরাজী বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পবিত্র রমযান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসে শ্রমিকদের উচিত নিজেদের নৈতিকতা ও কর্মসংস্কৃতির উন্নয়ন ঘটানো। রমযান ধৈর্য, ত্যাগ ও ঐক্যের শিক্ষা দেয়, যা শ্রমিকদের অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগায়। তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার (১৬ মার্চ) খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ৩নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারস্থ’ দৌলতপুর আলিয়া মাদরাসা প্রাঙ্গনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ওয়ার্ড সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও শেখ শিহাব উদ্দিন এর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর অফিস সম্পাদক আল-হাফিজ সোহাগ, দৌলতপুর থানা সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খান মাহবুবুর রহমান জুনাই, জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ড সভাপতি মো. গোলাম কিবরিয়া ও ইস্পাহানি ইউনিটের সভাপতি মুজাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ইলেক্ট্রেশিয়ান ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক মুন্সি, নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. দবির উদ্দিন মোল্যা ও শ্রমিকনেতা কামরুল ইসলাম, আব্দুল হাকিম, তাজমুল ইসলাম, মো. রফিকুল ইসলাম-২, আরিফ হোসেন, ডুহিন, কামরুল ইসলাম, আবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশাল অফিস : জনশক্তি ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরকাউয়া ইউনিয়ন।
সোমবার ১৫ ই রমযান বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে ভোজন বাড়ি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক, ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মু. আমিনুল ইসলাম, মহানগর জামায়াতের অর্থ সম্পাদক আব্দুর সাত্তার, সদর উপজেলা আমীর শফিউল্লাহ তালুকদার, নায়েবে আমীর ইসমাইল হোসেন নেসারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন চরকাউয়া ইউনিয়ন সভাপতি আব্দুল আলীম।
ভোলা : ভোলায় প্রাথমিক শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ভোলা সরকারী ফজিলতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইস্রাফিল বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ভোলা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এজাজুল হক ও আবু তাহের, ভোলা সরকারী কলেজের শিক্ষক মিজানুর রহমান,শিক্ষক আমিনুররহমান,শাহ মো: ফরিদ উদ্দিন ও কামরুল হাসান প্রমুখ। ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ মাহফিলে সদর উপজেলার প্রায় দের শতাধিক প্রাথমিক শিক্ষক উপস্থিত হয়েছেন।
গাইবান্ধা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৬ মার্চ) গাইবান্ধা ডেভিড কোংপাড়াস্থ দারুল আমান ট্রাস্টে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা সভাপতি মোঃ নুরুন নবী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম বব্বানী। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফেডারেশন রংপুর ও দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মোঃ আবুল হাসেম বাদল, জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ।
গাইবান্ধা জেলা সেক্রেটারি মোঃ আবুল হাসান নয়া মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বদরুল আমীন ও অন্যান্য উপজেলার সভাপতি সেক্রেটারি প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল রহমান।
মতলব উত্তর, চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেংগারচর পৌরশাখা কর্তৃক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ মার্চ শুক্রবার বিকেলে ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজে দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ২৬১ নং চাঁদপুর-০২ সংসদীয় আসনের প্রার্থী ডাঃ মোহাম্মদ আবদুল মোবিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমীর দেওয়ান আবুল বাসার এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির। বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেংগারচর পৌরশাখার সভাপতি মাওলানা মোঃ রবিউল আলমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সাধারণ সম্পাদক আবদুল হাই শিকদার।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল উপজেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ওয়ার্ড সভাপতি আজিজুল হাকিম সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী। তিনি বলেন, বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। পবিত্র রমযান আমাদেরকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়।
সলঙ্গা (সিরাজগঞ্জ) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু -স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকালে নিমগাছী বাজার চত্বরে নিমগাছী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোকন সরকারের আয়োজনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিমগাছী অনার্স কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আমিনুল বারী তালুকদারের সভাপতিত্বে ও সাবেক প্রচার সম্পাদক রায়গঞ্জ উপজেলা বিএনপি আক্তারুজ্জামান তছিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি আয়নুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান রায়গঞ্জ উপজেলা পরিষদ ও তথ্য ও গবেষনা সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি, আব্দুল কুদ্দুস মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক রায়গঞ্জ উপজেলা বিএনপি, সুলতান মাহমুদ দুলাল সাবেক সভাপতি সোনাখাড়া ইউনিয়ন বিএনপি, সিরাজুল ইসলাম তোতা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোনাখাড়া ইউনিয়ন বিএনপি ও রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়গঞ্জ উপজেলা যুবদল সহ সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঘাটাইল (টাঙ্গাইল) টাঙ্গাইলের ঘাটাইলে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৫ মার্চ) ঘাটাইল আদর্শ মাদরাসায় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মোঃ রাসেল মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো: হোসনী মোবারক বাবুল ।
আরোও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার কর্মপরিষদ সদস্য আহসান হাবিবুল্লাহ দেলওয়ার, ঘাটাইল উপজেলার সাবেক আমীর খন্দকার আব্দুর রহিম, উপজেলা সেক্রেটারি হুমায়ুন কবির সহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যেগে বিকাল বাজার শাহী জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একত্রে সভাপতিত্ব করেন জামায়াতে উপজেলা আমীর মোঃ এনাম খাঁ, প্রধান আতিথি ছিলেন জেলা জামায়াতে এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ জুনাইদ হোসাইন, বিশেষ আতিথি ছিলেন উপজেলা জামায়াতে সাবেক আমীর মাওলানা মোঃ কুতুব উদ্দিন, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাহে রমযান মহান আল্লাহ তায়ালার শ্রেষ্ট উপহার, রমযান মাসে মহান আল্লাহ পবিত্র কুরআন নাজিল হয়েছে তাকওয়া অর্জনের জন্য। দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ট কুরআনের আইন প্রতিষ্ঠাতা কাজে নিজেকে নিয়োজিত না করলে পরকালে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।
বাঁশখালী : উপজেলার শীলকূপ টাইমবাজার সংলগ্ন হাজী সুলতান আহমদ কমিউনিটি সেন্টার হলরুমে উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ জহিরুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের, দক্ষিণ জেলা শুরা সদস্য ও বাঁশখালী উপজেলা জামায়াতের সাবেক আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল হক সুজিশ, ইসলামি আন্দোলন বাঁশখালী উপজেলা সহ-সভাপতি মাওলানা ইয়াছিন কাশেমী, পৌরসভা জামায়াতের সভাপতি আবু তাহের, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আকতার হোসাইন,বিশিষ্ট আইনজীবী এডভোকেট জাকের উল্লাহ্, বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি.এম সাইফুল ইসলাম, মাওলানা শহীদুল্লাহ্সহ, বিভিন্ন শিক্ষক প্রতিনিধি, সমাজকর্মী এবং বাঁশখালী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর, নায়েবে আমীর, সভাপতি ও সেক্রেটারি এবং দায়িত্বশীল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
টঙ্গীবাড়ী মন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখা’র আয়োজনে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ই রমযান(১৬ই মার্চ) বিকাল ৪টা সময় স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, মুন্সীগঞ্জ জেলার সাবেক আমীর ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনের মানুষের অত্যান্ত পরিচিত মুখ জননেতা প্রফেসর এবিএম ফজলুল করিম সাহেব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শূরা ও তরবীয়াত সেক্রেটারি মাওলানা এ,কে,এম, ইউসুফ,বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখা’র আমীর মাওলানা আবদুল বারী,উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
রংপুর ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখার ট্রেড ইউনিয়ন কার্যকরী সদস্যদের এক ইফতার মাহফিল গত রোববার নগরীর মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মোহাম্মদ গোলাম রব্বানী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখার সভাপতি বেলাল আবেদীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সহকারী জেলা সেক্রেটারি মোহাম্মদ জহির উদ্দিন জুয়েল এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
জৈন্তাপুর : রবিবার জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জৈন্তাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিক আহমেদের সঞ্চালনায় ও সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলার সাবেক আমীর নাজমুল ইসলাম, আনোযারুল আম্বিয়া, বিএনপির সহসভাপতি আব্দুস শুকর (নেতা শক্কুর) জৈন্তাপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামীম আহমদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাও: আব্দুল মালিক, সেক্রেটারি আব্দুস সালাম, নিজপাট ইউনিয়নের জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি সুহেল আহমদ, জৈন্তাপুর ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, চারিকাটা ইউনিয়নের সভাপতি কামাল আহমদ, দরবস্ত ইউনিয়নের সভাপতি রিয়াজুল ইসলাম, ফতেহপুর ইউনিয়নের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, যুব আন্দোলনের থানা সেক্রেটারি জামিল বিন মুজাফফর।
শিক্ষক তাজুল হাসান,মামানুল ইসলাম, রহমত আলী, আলমগীর হোসেন, জালাল আহমেদ, ইমরান আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।