বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী যোগিপোল ইউনিয়নের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর খুলনা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি ও অব্যববস্থাপনার কারণে ৫৪ বছর খুলনার জনগণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিলো। চিকিৎসা সেবা জনগণের দ্বারগোড়ায় পৌছে দিতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল রোববার খুলনা মহানগরী যোগিপোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে যোগিপোল রেলগেটে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

ইউনিয়নের আমীর ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমীর মাওলানা মোশাররফ আনসারী। অন্যান্যের মধ্যে মোসাদ্দেক আলী বিশ্বাস, সাখাওয়াত হোসেন, মনিরুল ইসলাম, মিজানুর রহমান মিজান মাস্টার, রফিকুল ইসলাম খোকন, আবু সুফিয়ান, নূরে আলম, আলামিন, মাহফুজুর রহমান, আক্তার হোসেন, নূরুল ইসলাম, মোহাম্মদ মজিবুর রহমান ও সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগীপোল ইউনিয়নের প্রান্তিক মানুষের চিকিৎসায় ভবিষ্যতেও আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে উল্লেখ করে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, মানবসেবা হলো ইবাদতের একটি অঙ্গ। চিকিৎসা সেবার মতো খাতে এমন উদ্যোগ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। প্রজন্ম-২৪ এর এই ব্যতিক্রমধর্মী আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা চাই যুব সমাজ এমন মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হোক। বর্তমান সময়ে স্বাস্থ্যসেবা অনেক মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে নি¤œআয়ের মানুষরা ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা বহন করতে পারছেন না। আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাদের কাছে অন্তত কিছতা হলেও সহায়তা পৌঁছে দিতে পেরেছি বলে আমরা গর্বিত।” তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের আরও মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

খুলনা-৩ আসনের এই জাতীয় সংসদ সদস্য প্রার্থী বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকার যদি পর্যাপ্ত উদ্যোগ না ও নেয়, তবুও সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। জামায়াতে ইসলামী সবসময়ই সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে, এই মেডিকেল ক্যাম্পও তারই অংশ।”