বান্দরবান সংবাদদাতা : গত ১৮ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পৌরসভা শাখার উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলায় বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পৌর আমীর হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর এস এম আবদুস সালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম, জেলা সেক্রেটারি মওলানা আব্দুল আউয়াল, এসিস্টান্ট সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ।
শাখা সেক্রেটারি এডভোকেট শাহ নেওয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে সদর উপজেলা সভাপতি এডভোকেট মো: সোলাইমান।
অনুষ্ঠানে জামায়াত নেতা অধ্যাপক হামেদ হাসান, জেলা আইনজীবি সমিতির সেক্রেটারি এডভোকেট আবু তালেব, মডেল গার্লস একাডেমী দাখিল মাদরাসার অধ্যক্ষ রেজাউল করিম, এস এম ইলিয়াছ, নুরুল আলম সওদাগর, হাফেজ আজিজুল হক, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব আলাউদ্দিন ইমামী, ওবাইদুল হক, বাইতুশ শরফ মসজিদের খতিব, মো: ইউসুপ, ইসলামী ব্যাংক বান্দরবান শাখা প্রধান সহ সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, মো: মিজানুর রহমান, কাদের সওদাগর, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী সহ মুসল্লী পৌর এলাকার বিপুল সংখ্যক রোজাদার উপস্থিত ছিলেন।
দাউদকান্দি (কুমিল্লা)
মঙ্গলবার (১৭/০৩/২৫) দাউদকান্দি উপজেলার দাউদকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত দাউদকান্দি মডেল মসজিদ অডিটোরিয়ামে সকল দল-মতের আলেমদের নিয়ে ১৭ই রমযান উপলক্ষে ঐতিহাসিক বদর দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা এদিন ঐতিহাসিক বদর ময়দানে বহু সংখ্যক বাহিনীর বিরুদ্ধে অল্পসংখ্যক বাহিনীর বিজয়কে সাহাবীদের ঈমানের অধিকতর প্রশংসা করেছেন এবং সরাসরি আল্লাহর সাহায্য প্রাপ্তি বলে উল্লেখ করেছেন। এছাড়াও বদর দিবসকে লক্ষ্য করে সকল দল-মতের আলেমদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়ার তাগিদ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মিজানুর রহমান আতিকী সাহেব,প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন কুমিল্লা -১ আসন থেকে জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী ও দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনিরুজ্জামান বাহলুল,বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি পৌরসভা আমীর মাও: আবুল কাশেম প্রধানীয়া,মডেল মসজিদ ইমাম কাজী মতিউর রহমান সিদ্দিকী,অনুষ্ঠান পরিচালনা করেন দাউদকান্দি পৌর জামায়াতের সেক্রেটারি শাহজাহান তালুকদার প্রমুখ।
মণিরামপুর (যশোর)
মণিরামপুরে রাজনৈতিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত। সোমবার মণিরামপুর পৌরশহেরর শহীদ মশিউর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর পৌর শাখা ইফতার মাহফিলের আয়োজন করে। জামায়াতে ইসলামী মণিরামপুর পৌরসভা আমীর অধ্যাপক আব্দুল বারীর সভাপতিত্বে ও জামায়াত নেতা অধ্যাপক আহসান হাবীব লিটনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের নেতা এ্যাডঃ গাজী এনামুল হক, মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি রশীদ বিন ওয়াক্কাস, ইসলামী আন্দোলনের নেতা ইবাদুল ইসলাম মনু, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওঃ লিয়াকত আলী, পৌর সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ মোড়লসহ আরো অনেকে। মাহফিলে মাহে রমজানের তাৎপর্য নিয়ে উলামায়ে কেরামগন বক্তব্য রাখেন। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
রাজৈর (মাদারীপুর)
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল সোমবার বিকেলে খালিয়া দারুস সালাম জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর লিয়াকত আলী খানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আমীর মাওলানা মুখলিসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি এড মিজানুর রহমান, টেকেরহাট আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান উপজেলা আমীর অধ্যাপক আলী আহম্মদ আকন,নায়েবে আমীর মাষ্টার নজরুল ইসলাম,সেক্রেটারি কাজী নজরুল ইসলাম রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক ফাইজুর রহমান মামুন ।
নালিতাবাড়ি শেরপুর
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান বলেছেন, পবিত্র মাহে রমযানের প্রকৃত শিক্ষাই হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। তিনি বলেন আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা নামাজ আদায় করি। যাকাত দেই। রোজা রাখি। তবে কেন আল্লাহর নির্দেশ মেনে চলি না? তবে কেন রাষ্ট্র চলবে মানুষের মতবাদ দিয়ে? তিনি বলেন আমরা নামাজ কায়েম করেছি যাকাত আদায় করেছি। এখন বাকি শুধু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই একটি কাজ করতে পারলেই সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না।
শেরপুরের নালিতাবাড়ি স্থানীয় জামায়াত কার্যালয়ের প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত এসব কথা বলেন।
নালিতাবাড়ী থানা আমীর আলহাজ্ব মাওলানা আফছার উদ্দিন এর সভাপতিত্বে প্রধান আলোচ্যক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর ১৪৪ নকলা-নালিতাবাড়ী সংসদ সদস্য প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও প্রচার বিভাগের সেক্রেটারি জামায়াতের শেরপুর জেলা কর্ম পরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া (ভিপি)।
এতে অন্যান্যের মধ্যে থানা সেক্রেটারি আলহাজ্ব শাহাদাত হোসেন বিএসসি, শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ আবু সিনা জুবায়ের , জনাব মোঃ রুহুল আমিন, সাবেক পৌর আমীর মোঃ আইয়ুব আলী, উপজেলা ব্যবসায়ী ও স্থানীয় শ্রমিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
(হালুয়াঘাট)ময়মনসিংহ
হালুয়াঘাট ইউটিডিসি হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উদযাপিত হয়। উপজেলা আমীর মোয়াজ্জেম হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।বদর দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন টিভি ভাষ্যকার মাওলানা ইলিয়াস হোসাইন, উপজেলা সেক্রেটারি জহিরুল হাসান দুদু, পৌর জামায়াতের সভাপতি অধ্যাপক খালেদ আহমদ শামসুল আলম পনির, এমপি পদপ্রার্থী মাহফুজুর রহমান মুক্তা, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান নূর প্রমুখ। দারসুল কুরআন পেশ করেন কর্মপরিষদ সদস্য মাওলানা মোখলেছুর রহমান, কুরআন তিলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিঞা বাবুল, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহাম্মদ পলাশ, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সদস্য সচিব আব্দুল আজিজ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আক্তার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা ইসহাক আহমদ।