গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা এলাকা থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী তাহমিনাকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ২৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান নেতৃত্বাধীন একটি টিম লক্ষ্মীপুরা এলাকায় তাহমিনার বাসায় অভিযান চালায়।

এসময় উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন কনস্টেবল সাইফুল ইসলাম, নারী কনস্টেবল হালিমা আক্তার, নারী কনস্টেবল জনতা রানী দাস ও ড্রাইভার কনস্টেবল শাহাদাত হোসেন। পরে তাহমিনাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তাহমিনা (৪০) গাজীপুর মহানগর সদর মেট্রো থানার লক্ষীপুরা এলাকার মৃত হাফিজ উদ্দিনের মেয়ে তার স্বামী জুলহাস উদ্দিন। দীর্ঘদিন ধরে সে এলাকায় “মাদক সম্রাজ্ঞী” হিসেবে পরিচিত। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জিএমপি সদর থানা পুলিশ বলছে, তাহমিনার মতো কুখ্যাত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।